সঞ্চার সাথী হচ্ছে নাগরিকদের কেন্দ্রিক পোর্টেল এবং মোবাইল অ্যাপ যা ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগের (DoT) দ্বারা তৈরি। এই নবন্ধনটিতে আমরা আলোচনা করব এই পোর্টালটি কি কি কাজ করে , কেনো এটি জরুরি, এবং কীভাবে এর পরিষেবাগুলি ধাপে ধাপে ও সরকারী উৎস ব্যবহার করে ব্যবহার করা যায়।